Khoborerchokh logo

রংপুর পীরগঞ্জ মহাসড়কে কন্টিনার ও পিক-আপের মুখোমুখি সংঘর্ষ নিহত-১ আহত-১ 153 0

Khoborerchokh logo

রংপুর পীরগঞ্জ মহাসড়কে কন্টিনার ও পিক-আপের মুখোমুখি সংঘর্ষ নিহত-১ আহত-১



পীরগজ্ঞ প্রতিনিধি ,মোঃ মোস্তফা মিঞা
 
রংপুরের পীরগঞ্জে কন্টিনার ও পিক-আপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ১ ব্যক্তি গুরুতর আহত সহ ১ ব্যক্তি নিহত হয়েছে।  
 সকাল ৭টায় উপজেলার ধাপেরহাট নামক স্থানে রংপুর-ঢাকা মহাসড়কে এ দুর্ঘটনাটি ঘটে।
প্রত্যেক্ষ দর্শি ও পীরগঞ্জ ফায়ার সার্ভিস সুত্রে জানাযায়, উক্ত স্থানের জিসান ফিলিং স্টেশনের সামনে রংপুর গামী কন্টিনার ঢাকামেট্রো-ট-১১-৮৫৭৩ ও বগুড়া গামী পিক-আপ ভ্যান ঢাকামেট্রো-ন-১৯-১৩৭৮ এর মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনার বিকট শব্দে আশপাশের লোক এগিয়ে এসে ফায়ার সার্ভিসে খবর দেয়। 
খবর পেয়ে ফায়ার সার্ভিস এসে দুমড়ে মুছড়ে যাওয়া পিক-আপ এর হেলপার কে মৃত অবস্থায় এবং ড্রাইভার কে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে। আহত ড্রাইভার ব্রামণ বাড়িয়া জেলার পানজারাম পুর গ্রামের নজরুল ইসলামের ছেলে আহাদ আলী (২৫) । সে নিজের পরিচয প্রদানের পর অজ্ঞান হয়ে পরে ফলে মৃত হেলপারের পরিচয় জানা সম্ভব হয়নি। পরে দ্রুত তাহাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়ে দেয়া হয়।
ফায়ার সার্ভিস ইনচার্জ রতন সর্মা এবং পীরগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ সরেস চন্দ্র বলেন, আমরা আপাদত গাড়ী মালিকের সুত্র ধরে নিহত হেলপারের ঠিকানা বের করার চেষ্ঠা করছি।



সম্পাদকঃ আলমগীর কবীর, ব্যাবস্থাপনা সম্পাদকঃ মনিরুজ্জামান। উপদেষ্টা সম্পাদক পরিষদঃ শাহিন বাবু । অস্থায়ী কার্যালয়ঃ নাওজোড়, বাসন, গাজীপুর মেট্রো পলিটন, গাজীপুর।
যোগাযোগঃ ০১৭১১৪২১৪৫১, ০১৯১১৮৮৯০৯৩, ই-মেইলঃ khoborersomoy24@gmail.com, web: www.khoborersomoy.com